মকবুল হোসেন: আজ ৩১ মে বিকেলে মাধবদী থানার ভগিরথপুর চেয়ারম্যান মার্কেট মাঠে প্রতিবাদ সমাবেশে বিপুল সংখ্যক নেতা কর্মী সমর্থক উপস্থিত হয়।সমাবেশে মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহবুবুল হাসান হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান এবং হত্যামামলার ২ নং আসামীকে গ্রেফতার করায় ধন্যবাদ জানান।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন, মাধবদী পৌরসভা আওয়ামী লীগের সিনিয়ক সহসভাপতি মনিরুজ্জামান ভুঁইয়া, পাচদোনা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান নুরালাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকারিয়া, চরদিগলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন শাহীন, মোক্তাদিন ডাইং এর এমডি আলহাজ জাকির হোসেন ভুঁইয়া সহ নেতৃবৃন্দ।
গত ২৮ মে রাত পৌনে বারটায় টায় মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসান কে নির্মম ভাবে ভগিরথপুর নিজ বাড়ির নিকটে রাস্তায় গুলিকরে ও ধারালো অস্ত্র দিয়ে কোপিয়ে হত্যা করে।এব্যাপারে মাধবদী থানায় ২২ জনের নাম উল্লেখ করে ও ১০/১২ জন অজ্ঞাত করে চেয়ারম্যান মাহবুবুল হাসানের ভাই হাফিজুল্লাহ বাদি হয়ে মামলা দায়ের করেন। মামলা নং২৬,৩০/৫/২৪